ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

গুলশানে স্পার আড়ালে অসামাজিক কার্যকলাপ, অভিযান

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৬ এপ্রিল ২০২১ , ০৯:১৪ পিএম


loading/img
ফাইল ছবি

স্পার আড়ালে অসামাজিক কার্যকলাপে সম্পৃক্ত থাকার অভিযোগে রাজধানীর গুলশান এলাকার ১১৩ নম্বর বাসা থেকে ৩ জনকে আটক করা হয়েছে। 

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (৬ এপ্রিল) লকডাউনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ডিএনসিসির বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তাদের কাছে এই স্পার ব্যাপারে অভিযোগ আসে। তৎক্ষণাৎ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হামিদ মিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তাদেরকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।

এর আগে তিনি গুলশানের ৩১৫টি দোকান, পার্লার, সবজি দোকান ইত্যাদি পরিদর্শন করেন। এ সময় লাইসেন্সবিহীন এবং ফুটপাতের জায়গা অবৈধভাবে দখল করে ব্যবসা করা, মাস্ক না পরায় ৮ জনকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

এদিকে মিরপুর-১০ অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজের নেতৃত্বে দারুসসালাম এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় মাস্ক ছাড়া রাস্তায় ঘোরাঘুরির অপরাধে ১০ জনকে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

হরিরামপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিনের নেতৃত্বে উত্তরা ১২ নম্বর ‌সেক্টরের সোনারগাঁও জনপদ রোড এবং ময়লার মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালে যথাযথভাবে মাস্ক না পরার কারণে ১০টি মামলায় মোট ১ হাজার ২৯০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ১টি হোটেলের ভেতরে লোকজনকে বসিয়ে খাবার পরিবেশনের অপরাধে হোটেল মালিককে ৫ হাজার জরিমানা করা হয়। এ সময় ডিএনসিসির পক্ষ থেকে ৯০টি মাস্ক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

অঞ্চল ১০ এর ৩৮ নম্বর ওয়ার্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানার নেতৃত্বে। মাস্ক না থাকায়, সরকারের জারিকৃত আদেশ অমান্য করায় এবং ট্রেড লাইসেন্স না থাকায় ২টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বাজার মনিটরিং করে, বাজার কমিটির সাথে কথা বলে সকল স্বাস্থ্যবিধি মানার জন্য এবং বাজার মূল্যের সঠিক ব্যবস্থাপনার বিষয়ে সতর্ক করা হয়েছে।

এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি তাদের মাঝে করোনা সতর্কতামূলক বিভিন্ন পরামর্শ দেয়া হয়।

আরএস/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |