ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

মায়ের ৩ প্রেমিকের কাছে গণধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭ , ০৭:০৭ পিএম


loading/img

মায়ের ৩ প্রেমিকের কাছে কয়েক দফা গণধর্ষণের শিকার হয়েছে এমন অভিযোগ করেছেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী। খবর হিন্দুস্তান টাইমসের।

বিজ্ঞাপন

ভারতের হরিয়ানা রাজ্যের রোহতকের দাতাউর গ্রামের ১৬ বছরের ওই কিশোরীর অভিযোগ, গেলো একবছরে মায়ের তিন প্রেমিক একাধিকবার তাকে গণধর্ষণ করেছে।

মেয়েটি পুলিশের কাছে অভিযোগে বলেন, গেলো বছরের মার্চ মাসে তার মাকে ওই তিন ব্যক্তির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে সে। তারপর থেকেই মেয়েটির উপরে যৌন নির্যাতন চালানো হচ্ছে। এমনকী মায়ের উপস্থিতিতে সেই ঘটনার ভিডিও করেও রাখা হয়েছে যাতে কাউকে সে ঘটনা বলতে না পারে।

বিজ্ঞাপন

মেয়েটি আরো জানান, তার মা তাকে মারধর করতো। যদি সে কারো কাছে বলে দেয় তাহলে তাকে বিভিন্ন সময় খুন করারও হুমকি দেয়া হয়েছে।

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে রামভগত, দীনেশ ও কমল নামে তিনজনের নামে ফৌজদারী ও প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স আইন (পসকো) আইনে মামলা করেছে পুলিশ। এছাড়া মায়ের নামেও অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ জানিয়েছে, নির্যাতিতা মেয়েটির কথা রেকর্ড করা হয়েছে। শারীরিক পরীক্ষাও হয়ে গিয়েছে। পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

ওয়াই/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |