দেশের সব জনগোষ্ঠীকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জুন-জুলাইয়ের মধ্যে চীনের সিনোফার্ম ভ্যাকসিনের আরও ডোজ আনতে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।
বুধবার (১২ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনা টিকা সিনোফার্মের পাঁচ লাখ ডোজ আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে হস্তান্তর করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং।
বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে চীন থেকে করোনাভাইরাসের ৫ লাখ ডোজ টিকা দেশে এসেছে। টিকা নিয়ে বুধবার (১২ মে) ভোর সাড়ে ৫টার দিকে বিমান বাহিনীর (এস-৩এজিএফ) ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে তেজগাঁও ইপিআই সেন্টারের স্টোরে রাখা হয়েছে ভ্যাকসিনগুলো।
এমআই/পি