ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

আমরা যুক্তরাজ্যের কাছে টিকা চেয়েছি: পররাষ্ট্রমন্ত্রী

আরটিভি নিউজ

শনিবার, ২২ মে ২০২১ , ০২:৫৭ পিএম


loading/img
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশে করোনাভাইরাসের টিকার সংকট দেখা দেওয়ায় যুক্তরাজ্যের কাছে আমরা টিকা চেয়েছি। 

বিজ্ঞাপন

সম্প্রতি যুক্তরাজ্যের টেলিভিশন আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার অক্সফোর্ড উদ্ভাবিত টিকা রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। এর ফলে বাংলাদেশও আপাতত ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা পাচ্ছে না। 

বিজ্ঞাপন

টিকা সংকটের কথা উল্লেখ করে এ কে আব্দুল মোমেন বলেন, আমরা টিকা পেতে মরিয়া। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটির পরিস্থিতি খুবই উদ্বেগজনক। আমরা এই পরিস্থিতি বুঝতে পারছি। ফলে তারা যে পরিমাণ টিকা সররাহের প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণে ব্যর্থ হচ্ছে।

আব্দুল মোমেন আরও বলেন, যুক্তরাজ্য সরকারের কাছ থেকে বাংলাদেশ সরকার ১৬ লাখ ডোজ টিকা চেয়েছে। কিন্তু তাদের টিকা উৎপাদনের সক্ষমতা নেই বলে বাংলাদেশের এই আবেদন খারিজ করেছে ব্রিটিশ সরকার। তবে আমরা বিশ্বাস করি, যুক্তরাজ্য সরকার চেষ্টা করলে এই পরিমাণ টিকার ব্যবস্থা করতে পারবে। তাদের সেই সামর্থ্য আছে।

তিনি আরও বলেন, আমরা অনেক টিকা চাইছি না। আমরা শুধু অ্যাস্ট্রাজেনেকার ১৬ লাখ ডোজ চাইছি। যে টিকা যুক্তরাজ্যের আছে।

বিজ্ঞাপন

এমআই/ এমকে 

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

https://www.facebook.com/rtvnews247

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |