ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

যেদিন থেকে লঞ্চ চলাচল বন্ধ হচ্ছে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ , ০৬:০০ পিএম


loading/img
যেদিন থেকে লঞ্চ চলাচল বন্ধ হচ্ছে

আসন্ন ঈদকে সামনে রেখে সারাদেশে ১৫ জুলাই থেকে ২২ জুলাই আট দিনের জন্য কঠোর লকডাউন শিথিল করছে সরকার। এই আট দিন চলবে নৌযান (লঞ্চ, স্পীডবোট, ট্রলার ও অন্যান্য)। তবে ২৩ জুলাই ফের লকডাউন শুরু হওয়ায় ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত লঞ্চ চলাচল থাকবে। এই নির্দেশনা কোনো লঞ্চ মালিক অমান্য করলে নিয়মানুযায়ী ব্যবস্থা নেবে নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ জুলাই) নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে লঞ্চে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী নিতে হবে। লঞ্চে প্রত্যেক যাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে মাস্ক পরিধান ও সকল স্বাস্থ্য বিধি মেনে নৌযান পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রম অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে ২৩ জুলাই সকাল ৬টা হতে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত সারাদেশের নৌপথে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকে আগামী ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সকল ধরনের যাত্রীবাহী নৌযান (লঞ্চ, স্পীডবোট, ট্রলার ও অন্যান্য) চলাচল বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |