ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

সব ধরনের শিল্পপ্রতিষ্ঠান খুলে দিতে ব্যবসায়ীদের অনুরোধ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ , ১২:৫৭ পিএম


loading/img
ফাইল ছবি

সব ধরনের শিল্প প্রতিষ্ঠান খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে দেখা করে শিল্প কারখানা খুলে দেয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর আবেদন দিয়ে আসেন তারা।

এ বিষয়ে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, আমরা ক্যাবিনেট সচিবের সঙ্গে দেখা করতে এসেছিলাম। লকডাউন থেকে থেকে যেন সব ধরনের শিল্পকে কাজ করতে সুযোগ দেয়া হয়। প্রধানমন্ত্রীর কাছে উনার মাধ্যমে এই অনুরোধ আমরা করেছি। তিনি বলেছেন, উনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এই ডিসিশনটা খুব তাড়াতাড়ি দেবেন। সরকার এটা বিবেচনা করবে বলে আমরা আশা করি।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |