ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সংসদ অধিবেশন বসছে

আরটিভি নিউজ

রোববার, ২২ আগস্ট ২০২১ , ০৯:২০ পিএম


loading/img
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্তিতস্কি

করোনা সংক্রমণের মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে জাতীয় সংসদ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিজ্ঞাপন

রোববার (২২ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্তিতস্কি সঙ্গে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাক্ষাৎকারের সময়ে এ মন্তব্য করেন স্পিকার। 

করোনাকালীন সময়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার ও জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা হয়। 

বিজ্ঞাপন

এ সময় রাষ্ট্রদূত রাশিয়ার স্টেট ডুমার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ১৩ থেকে ১৫ অক্টোবর অনুষ্ঠিতব্য তৃতীয় ইউরো-এশিয়া উইমেন্স কনফারেন্সে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। কোভিডকালীন অর্থনীতিতে বৈশ্বিক মন্দা বিরাজ করলেও বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দৈনন্দিন জীবন স্বাভাবিক রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করেছেন।

রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্তিতস্কি বাংলাদেশের সঙ্গে সুদৃঢ় কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতা স্মরণ করে বলেন, বাংলাদেশের মানুষের অতিথি পরায়ণ আচরণ এবং নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য সত্যি উল্লেখযোগ্য।

বিজ্ঞাপন

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |