ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

চলতি সপ্তাহেই খুলছে চিড়িয়াখানা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১ , ০৫:১৬ পিএম


loading/img

মিরপুরের জাতীয় চিড়িয়াখানা চলতি সপ্তাহে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, চিড়িয়াখানা খুলে দেওয়া প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সবধরনের প্রস্তুতিও প্রায় সম্পন্ন করা হয়েছে।স্বাস্থ্যবিধি মেনে যাতে দর্শনার্থীরা চিড়িয়াখানা দেখতে পারেন ইতোমধ্যে আমি সেই নির্দেশনা দিয়েছি। 

বিজ্ঞাপন

তিনি বলেন, আশা করছি স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানা চলতি সপ্তাহেই উন্মুক্ত করে দেওয়া হবে।

চিড়িয়াখানা সূত্রে জানা যায়, চিড়িয়াখানা খুলতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 

দর্শনার্থীদের মাস্ক পরা নিশ্চিত করা ছাড়াও জ্বর মেপে ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে চিড়িয়াখানায় প্রবেশ করানো হবে।  সীমিত করা হবে দর্শনার্থীর সংখ্যাও।

বিজ্ঞাপন

এর আগে ১৯ আগস্ট স্বাস্থ্যবিধি মেনে চিড়িয়াখানা খোলার কথা থাকলেও করোনা পরিস্থিতি আরও কিছুদিন পর্যবেক্ষণের জন্য বন্ধ রাখা হয় ঢাকা চিড়িয়াখানা।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. আব্দুল লতিফ জানান, মিরপুর চিড়িয়াখানা অন্য সব বিনোদন কেন্দ্রের তুলনায় আলাদা। আমরা লাইভ অ্যানিমেল নিয়ে কাজ করি। প্রায় তিন হাজার প্রাণী এখানে। এদের বড় একটি অংশ কোভিড-১৯ সংবেদনশীল।

এর আগে করোনার প্রকোপ বাড়লে গত ২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় চিড়িয়াখানা। এর আগে ২০২০ সালে আট মাস বন্ধ থাকার পর নভেম্বরের ১ তারিখ খুলে দেয়া হয় বিনোদন কেন্দ্রটি।

এমএন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |