ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

রোববার দায়িত্ব নেবেন ম্যাক্রোঁ

মঙ্গলবার, ০৯ মে ২০১৭ , ০৩:৫৬ পিএম


loading/img

ফ্রান্সের ২৫তম প্রেসিডেন্ট হিসেবে রোববার দায়িত্ব নেবেন সদ্য বিজয়ী ইমানুয়েল ম্যাক্রোঁ।

বিজ্ঞাপন

পরদিন থেকেই মন্ত্রিপরিষদ গঠনে পার্লামেন্ট নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করবেন তিনি।

এরমধ্যে, ১১ ও ১৮ জুনের দু’দফা পার্লামেন্ট নির্বাচনকে ঘিরে কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে ম্যাক্রোঁর দল-এন মার্চ।

বিজ্ঞাপন

দলীয় নাম বদলে ‘ল্য রিপাবলিক এন মার্চ’ নামে চলতি সপ্তাহেই দলীয় কাজ শুরু করবেন ম্যাক্রোঁ। পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমেই রাজনীতিতে অবস্থান শক্ত করতে চাইছেন তিনি। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না পেলে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন কঠিন হবে তার।

তবে বিশ্লেষকেরা বলছেন, জুনের পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা ছাড়াও, বিভক্ত ফ্রান্সকে ঐক্যবদ্ধ করাই হবে ম্যাক্রোঁর বড় চ্যালেঞ্জ। আছে প্রায় স্থবির অর্থনীতি, বেকারত্ব, সন্ত্রাসবাদ, অভিবাসী সংকট মোকাবেলারও চ্যালেঞ্জ।

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |