ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, পুলিশ এখন জনগণের

আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ আগস্ট ২০২১ , ০৪:৫৪ পিএম


loading/img
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল পুলিশ হবে জনগণের। আজ পুলিশ জনগণের সেবায় নিয়োজিত থাকায় বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হয়েছে। জঙ্গি ও সন্ত্রাস দমনসহ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ পুলিশ এগিয়ে যাচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। 

বিজ্ঞাপন

রাজধানীর রমনায় পুলিশ কনভেনশন হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে “বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন’ আলোচনা সভার আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু জনগণের পুলিশ গড়তে চেয়েছিলেন। আজ আমাদের পুলিশ সেই জায়গাটিতে গিয়েছে। তারা আজ যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করছে। জঙ্গি, সন্ত্রাস দমন থেকে আরম্ভ করে সবকিছু তারা সমানতালে করে যাচ্ছে বলে আমরা দেশকে শান্তির দেশে পরিণত করতে পেরেছি। আজ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ মিলিয়নে উন্নীত হয়েছে।

বিজ্ঞাপন

আসাদুজ্জামান খান বলেন, বঙ্গবন্ধু সর্বশ্রেষ্ঠ বাঙালি ও ক্ষণজন্মা পুরুষ ছিলেন। মাত্র পঞ্চান্ন বছর জীবিত ছিলেন তিনি। এ পঞ্চান্ন বছর বয়সে ৩ হাজার ৫৩ দিন কারাগারে ছিলেন। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে আন্দোলন করে গেছেন।

মন্ত্রী বলেন, মানুষের অধিকার আদায়ে ছয় দফা নিয়ে সারাদেশ ঘুরে বেড়িয়ে ছিলেন বঙ্গবন্ধু। যে জেলাতেই যেতেন মিটিং শেষ করে নামলেই ওয়ারেন্ট এসে হাজির হত। ডিফেন্স পাকিস্তান রুলে তাকে আটক করা হতো।

তিনি আরও বলেন, আমরা যখন বলি, বঙ্গবন্ধু ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। অনেকে এর বিরোধিতা করেন। আজকে আমাদের কাছে যে রেকর্ডপত্র রয়েছে, আমাদের প্রিজনে যে রেকর্ডপত্র রয়েছে, এসবিতে যে রেকর্ডপত্র রয়েছে তাতে স্পষ্ট প্রমাণিত হয়েছে তিনি জেলে বসে নির্দেশনা দিতেন, চিঠি লিখতেন, কিভাবে ভাষা আন্দোলন এগিয়ে নিতে হবে। বঙ্গবন্ধু বায়ান্নর ভাষা আন্দোলনের পর ৫৪, ৬৬ ও ৬৯ এর আন্দোলনের মাধ্যমে ধাপে ধাপে জনগণের কাছ থেকে স্বাধীনতার ম্যান্ডেট আদায় করেছিলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মনিরুল ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |