ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

প্রবাসীদের পাশে দাঁড়ালেন এমপি মোছলেম

আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ সেপ্টেম্বর ২০২১ , ১০:২০ পিএম


loading/img
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ

বাংলাদেশ থেকে বিদেশে যেতে করোনা টেস্টের রেজাল্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা নমুনা পরীক্ষায় র‌্যাপিড পিসিআর মেশিন ও ল্যাব না থাকায় আমিরাত প্রবাসী বাংলাদেশে আটকা পড়েছে। প্রবাসীদের জন্য দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর মেশিন ও ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ সেপ্টেম্বর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ মনোযোগ আকর্ষণ বিধিতে তিনি এই দাবি করেন। 

মোছলেম উদ্দিন আহমেদ বলেন, আমাদের দেশ থেকে অনেক বিদেশেই যাচ্ছেন। যাদেরকে করোনা পরীক্ষা করতে হয়। যাতে কিছু ভোগান্তি হচ্ছে। করোনার পরীক্ষার রিপোর্ট ৬ ঘণ্টার মধ্যে না পেলে বিমান কর্তৃপক্ষ বা অন্যান্য বিদেশি বিমান কর্তৃপক্ষ তা গ্রহণ করছে না। এতে বিদেশগামী যাত্রীরা যথেষ্ট ভোগান্তির শিকার হচ্ছেন।

বিজ্ঞাপন

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে এই সমস্যা সৃষ্টি হয়েছে। তাই বিমানবন্দরে যদি পিসিআর ল্যাব স্থাপন করা হয় তাহলে রিপোর্ট ছয় ঘণ্টার মধ্যে পাওয়া যাবে। সেটি নিয়ে বিদেশ যেতে কাউকে অসুবিধা ভোগ করতে হবে না বলে জাতীয় সংসদে জানান মোছলেম উদ্দিন আহমেদ।

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |