ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

সিএনজি ফিলিং স্টেশন বন্ধে মালিক সমিতির নতুন প্রস্তাব  

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১ , ০১:১৭ পিএম


loading/img
ফাইল ছবি

সিএনজি ফিলিং স্টেশন আগামীকাল বুধবার থেকে বন্ধ হচ্ছে না। মঙ্গলবার (১৪ সেম্পেম্বর) পেট্রোবাংলা ও সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভা শেষে মঙ্গলবার এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞাপন

সভা শেষে ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ খান বলেন, সিএনজি ফিলিং স্টেশন বুধবার থেকে বন্ধ না করে আরও দুই থেকে চার দিন পর বন্ধ করার অনুরোধ করেছি সরকারের কাছে। সেই সাথে ৬ ঘণ্টার পরিবর্তে ৩ ঘণ্টা বন্ধ রাখার দাবি জানিয়েছি।

সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করার সিদ্ধান্ত মন্ত্রণালয়ে পাঠানো হবে জানিয়ে পেট্রোবাংলার পরিচালক (অপারেশন ও মাইনস) আলি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুম বলেন, উনারা আমাদেরকে সময় জানিয়েছেন। আমরা উনাদের বক্তব্য আজই মন্ত্রণালয়ে পাঠাব।

বিজ্ঞাপন

এর আগে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন বিকাল ৫টা থেকে ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। 

এসজে/এম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |