ঢাকাশুক্রবার, ৩০ মে ২০২৫, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩২

তিন বন্ধু মিলে কিনলেন পুরোনো এটিএম মেশিন, অতঃপর যা ঘটলো (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৮ অক্টোবর ২০২১ , ০৪:৫৪ পিএম


loading/img
এটিএম মেশিন। প্রতীকী ছবি

একটি পরিত্যক্ত এটিএম মেশিন কেনেন তিন বন্ধু মিলে। তাদের উদ্দেশ্য তেমন কিছু ছিল না। তবে যদি কিছু পাওয়া যায়, তাহলে মন্দ হবে হবে না ব্যাপারটা। এই ভেবে সস্তায় এটিএম মেশিনটি কেনেন তারা। আর সেটি খুলে তাদের চোখ ছানাবড়া।

বিজ্ঞাপন

তিন বন্ধু ৩০০ ডলারে অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ২৫ হাজার ৬৮৩ টাকায় এটিএম মেশিনটি কেনেন। ভিতরে টাকা থেকে গেছে কি না, দেখতে তারা মেশিনটি খুলে ফেলেন। দেখা যায় এটিএমের ধাতব বাক্সের ভিতর রয়েছে ২০০০ ডলার। বাংলাদেশের হিসেবে যা ১ লাখ ৭১ হাজার টাকারও বেশি।

পুরো ঘটনার একটি ভিডিও টিকটকে দিয়েছেন তিন বন্ধু। এতে দেখা যাচ্ছে হাতুড়ি-শাবল দিয়ে এটিএমটি খোলার চেষ্টা করা হচ্ছে। শেষ পর্যন্ত তারা সফল হন। ভিডিওটি যিনি রেকর্ড করেছেন, তিনি ঘটনাটির প্রেক্ষাপটের বর্ণনাও দিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, এক ব্যক্তি এই শর্তেই তাদের ওই মেশিনটি বিক্রি করেছিলেন যে ভেতরে যদি কিছু থাকে, তবে তা ক্রেতারাই পাবেন।

ঘটনাটি কোন দেশ বা কোন শহরের তা জানা যায়নি। টিকটক ভিডিওতে ওই তিন বন্ধু বলেন, তারা ভেবেছিলেন কিছু টাকা থাকবে। তবে তার পরিমাণ যে দেড় লাখ ছাড়াবে, তা কল্পনাও করেননি। সূত্র: আনন্দবাজার।

বিজ্ঞাপন
Advertisement

 

এনএইচ/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |