ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

অন্য ধর্মকে হেয় করার অধিকার কারও নেই: প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১ , ০১:১৩ পিএম


loading/img
ফাইল ছবি

অন্য ধর্মকে হেয় করার অধিকার কারও নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নবনির্মিত অফিস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

শেখ হাসিনা বলেন, অন্যের ধর্মকে হেয় করতে গিয়ে কোরআনকে অবমাননা করা হয়েছে, যা দুঃখজনক। সব ধর্ম ও বর্ণের মানুষের সম্মান রক্ষা করবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

তিনি বলেন, কেউ আইন হাতে তুলে নেবেন না। কেউ যদি অপরাধ করে, সেই যে-ই হোক না কেন বিচার করা হবে। আমাদের সরকার সেই বিচার করবে।

এ সময় কুমিল্লার ঘটনায় গৃহহারাদের ঘর নির্মাণ করে দেওয়ার কাজ চলছে বলেও জানান সরকার প্রধান। 

আরএ/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |