ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

বাসে হাফ ভাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কাল

আরটিভি নিউজ

সোমবার, ২৯ নভেম্বর ২০২১ , ০৭:৪৯ পিএম


loading/img
ফাইল ছবি

ঢাকায় বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার (২৯ নভেম্বর) সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বেলা ১১টায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ।

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া বাস্তবায়নে পরিবহন নেতাদের সঙ্গে দুই দফায় বৈঠক করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। কিন্তু বৈঠকে কোনো সিদ্ধান্ত আসেনি। বরং ২৭ নভেম্বর বিআরটিএ'র সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে উল্টো ভর্তুকি দাবি করেন বাস মালিকরা।

বিজ্ঞাপন

এনএইচ/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |