এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ মো. রাসেল (৩৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন জানান, রাসেলের শরীরের ১৮ শতাংশ দগ্ধ ছিল। তিনি আইসিউতে চিকিৎসাধীন ছিলেন।
বিজ্ঞাপন
এদিকে দগ্ধ আরও দুজনকে আইসিইতে রাখা হয়েছে। সব মিলিয়ে ভর্তি রয়েছে ১২ জন।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় প্রায় অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। আহত রয়েছেন শতাধিক যাত্রী।
আরএ/টিআই