ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

১৬ জানুয়ারি সংসদে যেতে পারবেন সাংবাদিকরা

আরটিভি নিউজ

বুধবার, ১২ জানুয়ারি ২০২২ , ০৪:৪৩ পিএম


loading/img
ফাইল ছবি

করোনা টেস্ট করে ১৬ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণ সশরীরে কভার করার সুযোগ পাবেন সংসদ বিটে কর্মরত সাংবাদিকরা।

বিজ্ঞাপন

বুধবার (১২ জানুয়ারি) সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, এ জন্য তাদের (সাংবাদিক) ১৪ জানুয়ারি সকাল ১০টায় করোনা টেস্ট করানো হবে। টেস্টে যাদের নেভেটিভ আসবে শুধু তারাই এ সুযোগ পাবেন। শুধু সংযুক্ত তালিকা অনুযায়ী পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিকরা সংসদে প্রবেশ করবেন।

বিজ্ঞাপন

তবে বিগত অধিবেশনের মতো সংসদ টেলিভিশনের লাইভ দেখে তাদের সংবাদ সংগ্রহ করতে হবে। এবার শুধু রাষ্ট্রপতির ভাষণের দিন যেতে পারবেন সাংবাকদিরা।

উল্লেখ্য, রাষ্ট্রপতি আগামী ১৬ জানুয়ারি বিকাল ৪টায় একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশন আহ্বান করেছেন। এদিন মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।

আরএ/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |