রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার পরিকল্পনায় অংশ নেওয়া আরফান উল্লাহ ওরফে দামালকে রিভলবারসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।গ্রেপ্তারের পর রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা অস্ত্র মামলায় আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (১ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের (প্রসিকিউশন) উপপরিদর্শক (এসআই) শওকত আকবর।
জানা গেছে, টিপুকে হত্যার আগে কমলাপুর রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে রূপালী সমাজ উন্নয়ন সংস্থায় কয়েকজনের বৈঠক হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন দামাল। তবে টিপু হত্যার সঙ্গে দামাল জড়িত কি না এখনও নিশ্চিত করেনি গোয়েন্দা পুলিশ।
দামাল স্থানীয় যুবলীগ নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ইতোমধ্যে মতিঝিল থানায় অস্ত্র মামলা হয়েছে। আদালতের মাধ্যমে টিপু হত্যাকাণ্ড নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানায় ডিবি।