ডায়রিয়া আক্রান্ত হয়ে বেশির ভাগ শিশু রোগী হাসপাতালে আসছে পানিশূন্যতা নিয়ে। উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতালে এ রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালটিতে গত কয়েক দিনে এ সংখ্যা কয়েক গুণ দাঁড়িয়েছে।
কর্তব্যরত চিকিৎসকরা জানান, রাজধানীতে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। হাসপাতালে রোগী ভর্তির চাপও কমতে শুরু করেছে। তবে গত দুদিনে ডায়রিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়েছে। আইসিডিডিআর,বি হাসপাতালে আসা মোট রোগীদের মধ্যে এর আগে শিশুদের ভর্তির হার ছিল ৩০ শতাংশ। বর্তমানে শিশু রোগীর হার বেড়ে ৪০ শতাংশে।
জানা গেছে, ১ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত গত দেড় মাসে প্রায় ৪৮ হাজার ডায়রিয়া ও কলেরা রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে আইসিডিডিআর,বি হাসপাতাল থেকে। এতদিন রোগী ভর্তি ঊর্ধ্বমুখী থাকলেও ৮ এপ্রিলের পর থেকে কমতে শুরু করেছে রোগী।
দৈনিক রোগী ভর্তির সংখ্যা হাজারের নিচে নেমেছে উল্লেখ করে আইসিডিডিআর,বির অ্যাসিস্ট্যান্ট সাইনটিস্ট ডা. শোয়েব বিন ইসলাম বলেন, ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা কমে এসেছে। শনিবার দুপুর ১টা পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত সাড়ে ৪০০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তবে গত দুদিনে ডায়রিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়েছে; যাদের অধিকাংশ এসেছেন তীব্র পানিশূন্যতা নিয়ে।