ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

‘জরাজীর্ণগুলো ভেঙে ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণ করা হবে’

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ মে ২০২২ , ০১:২৯ পিএম


loading/img

জরাজীর্ণ সব ভবন ভেঙে দেশে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প সহনীয় নতুন ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, নতুন ভবন নির্মাণে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের (বিএনবিসি) সব শর্ত মানা হবে।

বুধবার (১১ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘দুর্যোগ মোকাবিলায় কতটা প্রস্তুত আমরা’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, জাপানের কারিগরি ও আর্থিক সহায়তায় ভূমিকম্প-সহনীয় নকশায় নতুন করে ভবন তৈরি করা হবে। আগে নির্মিত কিছু ভবন আমরা পরীক্ষা করবো, কোনো দুর্বলতা থাকলে সেগুলো শক্তিশালী করা হবে। এরপর মূল কাজ শুরু হবে।

ডা. মো. এনামুর রহমান বলেন, বজ্রপাতে মৃত্যু ও ক্ষয়ক্ষতি কমাতে তালগাছের পরিবর্তে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে সচেতনতা, প্রচারণা ও আর্লি ওয়ার্নিং সিস্টেম চালু করা হবে। এই সিস্টেম চালু হলে বজ্রপাতের ৪০ মিনিট আগেই মোবাইল অ্যাপ সতর্ক করতে পারবে। আর খোলা জায়গায় যারা থাকবেন তাদের জন্য ছোট করে লাইটনিং সেন্টার ও লাইটনিং অ্যারেস্টার স্থাপন করা হবে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে ৪০ টি বসানো হয়েছে বলেও জানা প্রতিমন্ত্রী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |