ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

এসিল্যান্ড সারোয়ারের পোস্টিং কেন অবৈধ নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৪ মে ২০২২ , ০৭:০৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে ফৌজদারি মামলা বিচারাধীন থাকার পরও নোয়াখালীর হাতিয়ার এসিল্যান্ড সারোয়ার সালামকে পোস্টিং দেওয়া কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ মে) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু ও অ্যাডভোকেট ইশরাত হাসান।

৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে মন্ত্রীপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্ট ৭ জনকে  বলা হয়েছে।

বিজ্ঞাপন

পরে অ্যাডভোকেট ইশরাত হাসান গণমাধ্যমকে বলেন, পরকীয়া সম্পর্কের জেরে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে সারোয়ার আলমের বিরুদ্ধে তার স্ত্রী নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন। গত বছরে ৩১ জানুয়ারি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলাটি আমলে নেন; যা এখনও বিচারাধীন। এছাড়া তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং পেন্ডিং রয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |