ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বিমানে আরো কড়াকড়ি আরোপ হচ্ছে

বৃহস্পতিবার, ২৯ জুন ২০১৭ , ১২:৪৬ পিএম


loading/img

যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বিদেশি বিমানের জন্য বিশেষ নিরাপত্তা জোরদার করেছে  দেশটির বিমান কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এর আওতায় যাত্রী এবং ল্যাপটপ কম্পিউটারসহ নানা ইলেকট্রনিক্স ডিভাইস বিমানে বহনে আরো কড়াকড়ি আরোপ করা হচ্ছে।

বুধবার দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা-বিষয়কমন্ত্রী জন কেলি জানান, শত্রুরা সন্ত্রাস বা হাইজ্যাকের জন্য অনবরত নতুন নতুন কৌশল খোঁজছে। তাই কোনো ধরনের ভুল করা চলবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, আগামী চার মাসের মধ্যে নিরাপত্তার জন্য নতুন নতুন যেসব বিষয় আরোপ করা হবে, তা যাত্রীদের পরিষ্কার করে জানানো হবে। এতে, সব যাত্রীর ইলেকট্রনিক্স পণ্য বিমানে বহন নিষিদ্ধ হতে পারে।

বিমানে ল্যাপটপ বহনে গেল মার্চ থেকেই নিষেধাজ্ঞা কার্যকর ছিল, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ৮টি দেশে। এখন তা বাড়ানো হতে পারে একশো পাঁচটি দেশে। 

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |