ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

মজুতদারির বিরুদ্ধে অভিযান আরও জোরালো হবে : খাদ্যমন্ত্রী 

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ জুন ২০২২ , ০২:৫৭ পিএম


loading/img
ফাইল ছবি

দেশে খাদ্যঘাটতির আশঙ্কা নেই জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মজুতদারির বিরুদ্ধে অভিযান চলছে। এ অভিযান আরও জোরালো হবে।  

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ জুন) ‘বোরো-২০২২ মৌসুমে অভ্যন্তরীণ সংগ্রহ ও বাজার মনিটরিং-সংক্রান্ত অনলাইন মতবিনিময় সভায়’ ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, দুই কারণে সরকার ধান-চাল সংগ্রহ করে। প্রথমত, সরকার ধান কিনলে কৃষক ন্যায্যমূল্য পায়। দ্বিতীয়ত, জাতীয় খাদ্যনিরাপত্তা নিশ্চিত হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, বোরো ধান সংগ্রহ অভিযান সফল করতে খাদ্য বিভাগের কর্মকর্তাদের কাজ করতে হবে। কোনো ধরনের গাফলতি সহ্য করা হবে না।

ধান-চাল সংগ্রহের সময় কারও সঙ্গে দুর্ব্যবহার না করার নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, চালের মান নিয়ে কম্প্রোমাইজ করা যাবে না।

নিজস্ব মিল না থাকলে বড় বড় করপোরেট হাউসগুলো যেন ধান-চালের ব্যবসায় যুক্ত হতে না পারে, তা নিশ্চিতে করতে প্রশাসনকে নির্দেশনা দেন খাদ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

পার্শ্ববর্তী দেশগুলোতে চাল-গমের দাম কমতে শুরু করেছে জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশগুলো চাল ও গম রপ্তানি করবে মর্মে পত্রও দিচ্ছে। বাজার অস্থির করতে দেওয়া হবে না। প্রয়োজনে ট্যাক্স কমিয়ে চাল আমদানি করা হবে।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মজিবর রহমান। সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলা প্রশাসক, কৃষি বিভাগের উপপরিচালক, খাদ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা ও মিল মালিকরা।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |