ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের ২ মামলা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ জুন ২০২২ , ০৮:১৬ পিএম


loading/img
ফাইল ছবি

ভুয়া বিল ভাউচার দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে পৃথক দুই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জুন) দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক রেজাউল করিম ও সহকারী পরিচালক মো. বজলুর রহমান বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। এ তথ্য নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ দপ্তর।

মামলার আসামিরা হলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসার (এল আর) রসময় মণ্ডল, উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক মোহাম্মদ আলী ও মেসার্স শওকত হোসেন মোল্যা নামে প্রতিষ্ঠানের মালিক শওকত হোসেন মোল্যা।

বিজ্ঞাপন

এজাহারের বলা হয়, আসামিরা জালিয়াতির আশ্রয়ে নিয়ে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে গোপালগঞ্জে কর্মরত থাকাকালীন সরকারি সংস্কার কাজের জন্য বরাদ্দকৃত অর্থের কাজ না করে এবং অফিসের বিভিন্ন খাতে বরাদ্দকৃত অর্থ খরচ না করে ৮৫ লাখ ৭৫ হাজার ৯১৫ টাকা আত্মসাৎ করেন।

অন্যদিকে অপর মামলায় ভুয়া বিল ভাউচার প্রস্তুত করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষি অফিসের আওতাধীন সরকারি সংস্কার কাজের জন্য বরাদ্দকৃত অর্থের কাজ না করে এবং অফিসের বিভিন্ন খাতে বরাদ্দকৃত অর্থ প্রকৃতপক্ষে খরচ না করে ২৬ লাখ ১৭ হাজার ৩২৮ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

এ মামলায় আসামিরা হলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. ওয়াহিদুজ্জামান ও ভাঙ্গা কৃষি অফিসের মোকাদ্দম (পিপিএম) মো. মজিবর রহমান ভুইয়া।

বিজ্ঞাপন


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |