মহানবি (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুর রেজার সদস্যপদ স্থগিত করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১৫ জুন) আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তি করায় আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছেন। সাইফুর রেজার কক্ষে ভাঙচুর করেছেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন
সাইফুর রেজার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন বিক্ষোভকারীরা।