নির্মল বায়ুর জন্য বিধিমালা নয় আইন প্রয়োজন বলে মনে করেন পরিবেশবাদী সংগঠন নেচার লাভিং পিপল (এনএলপি)। এসময় নির্মল বায়ু প্রণয়ন থেকে সরকার সরে আসায় উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি।
বুধবার (২৯ জুন) এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি এহসানুল হক জসীম ও সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান।
বিবৃতিতে বলা হয়, পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিবেশ মন্ত্রণালয় নির্মল বায়ু বিল, ২০১৯ প্রণয়নের তিন বছর অতিবাহিত হওয়ার পরও বিলটি আলোর মুখ না দেখায় অনেকে উদ্বেগ প্রকাশ করছিল। সেই উদ্বেগের মধ্যে মন্ত্রণালয় বা সরকার নির্মল বায়ু আইন প্রণয়ন থেকে সরে এসে আইন না করে তারা একটি বিধিমালা করার দিকে এগুচ্ছে। এটা আরও উদ্বেগ তৈরি করেছে। বিধিমালার চেয়ে আইন অনেক শক্তিশালী বলে মনে করে সংগঠনটি।
নির্মল বায়ু আইনের যে খসড়া তৈরি করা হয়েছিল, সেই খসড়াটি অবিলম্বে আইনে পরিণত করার পদক্ষেপ নিতে হবে জানিয়ে বিবৃতিতে বলা হয়, বায়ু দূষণ যে পর্যায়ে পৌঁছেছে, এমতাবস্থায় বিধিমালা দিয়ে কাজ হবে না। আইন প্রণয়ন করে বায়ু দূষণ নিয়ন্ত্রণে নিতে হবে নানা উদ্যোগ। এখনই যদি বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে দুর্যোগ দেখা দিতে পারে।
উল্লেখ্য, বাংলাদেশ বায়ু দূষণে প্রায়ই শীর্ষ স্থানে থাকে। বিশেষ করে রাজধানীসহ আশপাশের কিছু শহর ও নগরের বায়ু দূষণের মাত্রা ভয়ানক পর্যায় পৌঁছেছে। কিন্তু বায়ু দূষণ প্রতিরোধে আলাদা কোনো আইন নেই। পরিবেশবাদী ব্যক্তি ও সংগঠন এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবির মুখে স্বতন্ত্র একটি আইন প্রণয়নের প্রয়োজনীয়তা অবশেষে সরকার অনুধাবন করেছিল। এমতাবস্থায় নির্মল বায়ু আইনের একটি খসড়াও প্রণীত হয়েছিল। সরকার সেই আইন প্রণয়ন না করে বিধিমালা হিসেবে প্রণয়ন করতে চাচ্ছে।