ঢাকাশুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

দুর্নীতির মামলায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলার কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭ , ০৯:৫৭ এএম


loading/img

দুর্নীতির মামলায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভাকে সাড়ে ৯ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রাজিলের একটি আদালত এ দণ্ডাদেশ দেন।

বিজ্ঞাপন

 আদালতের সাজার পরও একটি আপিলের নিষ্পত্তি না হবার কারণে আপাতত কারাগারে যেতে হচ্ছে না লুলাকে। 

রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের সাথে এক দুর্নীতিতে ঘুষ হিসেবে অ্যাপার্টমেন্ট পাবার অভিযোগ অস্বীকার করেন লুলা। 

বিজ্ঞাপন

তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তাকে এ সাজা দেয়া হয়েছে এবং তিনি কোন ধরণের অনৈতিক কাজের সাথে জড়িত  থাকার অস্বীকার করেছেন।

তিনি আরো বলেন, বিচারটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং দৃঢ়ভাবে অস্বীকার করা কোন অন্যায়। লুলা ২০১১ সাল পর্যন্ত আট বছর প্রেসিডেন্ট হিসেবে ছিলেন ব্রাজিলে এবং আসছে বছর বামপন্থী ওয়ার্কাস পার্টি থেকে আবার নির্বাচনে দাঁড়াবেন বলে আগ্রহ প্রকাশ করেছেন।

রাষ্ট্রীয় তেল কোম্পানি সাথে  ওএএস নামক ইঞ্জিনিয়ারিং ফার্মের চুক্তিতে সহযোগিতা করায় তিনি ফার্মটিতে থেকে সমুদ্র সৈকত অঞ্চলে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট পান। এ দুর্নীতি আদালতে প্রমাণিত হলে তাকে এ সাজা দেয়া হয়। একটি বিবৃতিতে লুলাকে নির্দোষ দাবি করেছেন তার আইনজীবী এবং তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান। 

বিজ্ঞাপন

এপি 

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |