ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

অবশেষে বাংলাদেশের পতাকা নামালো পাকিস্তান হাইকমিশন

আরটিভি নিউজ

রোববার, ২৪ জুলাই ২০২২ , ০১:২৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের পতাকাকে একসঙ্গে করে পাকিস্তান হাইকমিশন ফেসবুক পেজের কভারে যে ছবি আপলোড করা হয়েছিল, সেটি নামিয়ে ফেলেছে পাকিস্তান হাইকমিশন।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপত্তি জানানোর পর রোববার (২৪ জুলাই) দুপুর ১২টার পর পাকিস্তান হাইকমিশন কাভার পেজ থেকে বাংলাদেশের পতাকা তুলে ফেলে।

এর আগে গত বৃহস্পতিবার (২১ জুলাই) ঢাকার পাকিস্তান হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজের কভার ফটো হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা আপলোড করে। সেখানে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একীভূত করে প্রকাশ করা হয়। তারপর থেকেই সামাজিকমাধ্যম ও গণমাধ্যমে শুরু হয়ে যায় তোলপাড়।

এদিকে রোববার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের পতাকাকে একসঙ্গে করে আপলোডের পেছনে পাকিস্তানের কোনো অসৎ উদ্দেশ্য নেই।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |