বাংলাদেশ ও পাকিস্তানের পতাকাকে একসঙ্গে করে পাকিস্তান হাইকমিশন ফেসবুক পেজের কভারে যে ছবি আপলোড করা হয়েছিল, সেটি নামিয়ে ফেলেছে পাকিস্তান হাইকমিশন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপত্তি জানানোর পর রোববার (২৪ জুলাই) দুপুর ১২টার পর পাকিস্তান হাইকমিশন কাভার পেজ থেকে বাংলাদেশের পতাকা তুলে ফেলে।
-
আরও পড়ুন... ঈদের ছুটিতে ৯৯৯-এ ফোন এসেছে ৬০ হাজার
এর আগে গত বৃহস্পতিবার (২১ জুলাই) ঢাকার পাকিস্তান হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজের কভার ফটো হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা আপলোড করে। সেখানে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একীভূত করে প্রকাশ করা হয়। তারপর থেকেই সামাজিকমাধ্যম ও গণমাধ্যমে শুরু হয়ে যায় তোলপাড়।
এদিকে রোববার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের পতাকাকে একসঙ্গে করে আপলোডের পেছনে পাকিস্তানের কোনো অসৎ উদ্দেশ্য নেই।