ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

চলন্ত বাসে ধর্ষণ : জড়িতদের ধরতে কাজ করছে ডিবি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২ , ০৭:০৮ পিএম


loading/img
ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম

টাঙ্গাইলে যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কাজ করছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, যেকোনো ডাকাতির ঘটনা পুলিশ গুরুত্ব দিয়ে দেখে। যদিও ওই ঘটনাটি টাঙ্গাইলের, তারপরও টাঙ্গাইল পুলিশের পাশাপাশি ডিএমপির গোয়েন্দা বিভাগও জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা করছে।

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার বলেন, বাসে অপ্রীতিকর ঘটনা রোধে সব বাসে প্যানিক বাটন বসানো সম্ভব না হলেও ঢাকার কিছু কিছু বাসে এ সুবিধা রয়েছে। বাস মালিকরা খরচ বহনে রাজি না হওয়ায় সব বাসে প্যানিক বাটন বসানো সম্ভব হয়নি।

শফিকুল ইসলাম বলেন, চালক প্যানিক বাটন চাপ দিলে পুলিশ জানতে পারবে বাসে কিছু একটা হচ্ছে। তবে, অনেকসময় চালক ও হেলপারই অপরাধের সঙ্গে জড়িত থাকেন। সেক্ষেত্রে প্যানিক বাটন কাজে আসবে না।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |