ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

উপ-প্রধানমন্ত্রীর পদ তৈরির সংবাদটি গুজব : কাদের (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭ , ০৫:৩৫ পিএম


loading/img

মন্ত্রিসভায় রদবদল হতে পারে, আর সেটা কখন কীভাবে হবে সেটি শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই জানেন। তবে নতুন করে উপ-প্রধানমন্ত্রী পদ তৈরির যে সংবাদ প্রচার হচ্ছে তা সত্যি নয়। এটি গুজব।

বিজ্ঞাপন

মঙ্গলবার সেতু ভবনে অস্ট্রেলিয়ান হাই-কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে উপ-প্রধানমন্ত্রীর পদ তৈরির যে সংবাদ প্রচার হচ্ছে এটি স্রেফ একটা গুজব। এ বিষয়ে সরকারের ভেতর ও বাহিরে কোনো আলোচনা হয়নি।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, এ সংবাদের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এটা একেবারেই ভিত্তিহীন মিথ্যা কথা। যারা এমন সংবাদ প্রচার করছেন, কোথায় কীভাবে এ খবর পেয়েছেন তারাই ভালো জানেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মন্ত্রিসভায় কে থাকবে আর কে থাকবে না এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি কাকে রাখবেন, কাকে বাদ দেবেন অথবা এই মুহূর্তে রিশাফল করবেন কিনা তিনিই ভালো জানেন।

সড়কমন্ত্রী বলেন, মন্ত্রিসভায় একটা রিশাফল হয়তো হতে পারে। তবে কোন সময় হবে, কী হবে, সেটা আমি ঠিক জানি না। প্রধানমন্ত্রীই জানেন।

বিজ্ঞাপন

 

এইচটি/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |