ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

কম মূল্যে মিরপুর চিড়িয়াখানা ইজারা কেন বেআইনি নয়: হাইকোর্ট

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২ , ১১:৫১ পিএম


loading/img

সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানকে ইজারা না দিয়ে পরবর্তী দরদাতাকে মিরপুর চিড়িয়াখানা ইজারা দেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি এ বিষয়ে সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানের করা আবেদন প্রাণী সম্পদ অধিদফতরের মহাপরিচালককে আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

আগামী চার সপ্তাহের মধ্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, প্রাণী সম্পদ অধিদফতরের মহাপরিচালক (ডিজি), প্রাণী সম্পদ অধিদফতরের পরিচালক (প্রশাসন), ঢাকা জেলা প্রশাসক (ডিসি), মিরপুর চিড়িয়াখানার ভারপ্রাপ্ত পরিচালক, মিরপুর চিড়িয়াখানার কিউরেটর এবং দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান মেসার্স শিখা ট্রেডার্সের স্বত্বাধিকারীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত সোমবার (২২ আগস্ট) এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

বিজ্ঞাপন

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও গোলাম আব্বাস চৌধুরী। অপরদিকে রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম এম জি সারোয়ার (পায়েল)।

জানা যায়, রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রধান গেটের প্রবেশ ফি, বহি: পার্কিং ফি, প্রাণী জাদুঘর ও ফিস অ্যাকুরিয়ামের প্রবেশ ফি এবং চারটি পাবলিক টয়লেটের প্রবেশ ফি এক বছরের জন্য ইজারা দেওয়ার জন্য গত ২৯ মে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এতে অংশ নেয় পাঁচটি প্রতিষ্ঠান। এরমধ্যে মেসার্স ইউপি ট্রেডিং ১১ কোটি ১০ লাখ টাকায় সর্বোচ্চ দর প্রস্তাব করে। আর মেসার্স শিখা ট্রেডার্স ১০ কোটি ৯৬ লাখ টাকায় দ্বিতীয় সর্বোচ্চ দর প্রস্তাব করে। পরে সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানকে না জানিয়ে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |