এবার পরিদর্শনের আওতায় আসছে মদের দোকান, বার, শপসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। মাসে কমপক্ষে একবার এসব প্রতিষ্ঠান পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী একজন পরিদর্শককে প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করতে হবে। অধিদপ্তরের একজন উপপরিচালক প্রতি তিনমাস অন্তর অন্তর এসব প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেবেন।
শিগগিরই নির্দেশনা অনুযায়ী পরিদর্শন কার্যক্রম শুরু করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এ বিষয়ে একটি চিঠি দিয়েছে। চিঠিটি পাঠিয়েছেন মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসক, অর্থ ও পরিকল্পনা) ও যুগ্ম সচিব কাজী আবেদ হোসেন।
চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অধিদপ্তর জানায়, প্রায়ই বিভিন্ন বার, মদের দোকানের বিরুদ্ধে আইন অমান্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ আসে। এসব বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে অধিদপ্তর। তবে মন্ত্রণালয়ের জোর দেওয়ায় কারণে এই নজরদারি আগের চেয়ে আরও কঠোর করা হবে।