সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি পৌরসভা, সিটি করপোরেশনসহ সকল বকেয়া গ্রাহকদের হুঁশিয়ার করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রী নিজের ফেসবুক পেজে এ কথা জানান।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আমরা লক্ষ্য করছি যে, অনেক সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি পৌরসভা, সিটি করপোরেশনসহ অনেকেই দীর্ঘদিনের বিদ্যুৎ বিল বকেয়া রাখছেন। যা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সময়মতো বকেয়া বিল পরিশোধ না করলে আইন অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ার করে দেন তিনি।
তিনি বলেন, সাধারণ গ্রাহকরা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করলেও অনেক পৌরসভা, সিটি করপোরেশনসহ বড় বড় প্রতিষ্ঠান নিয়মিত পরিশোধ করছে না। এসব প্রতিষ্ঠানের অনেক পরিমাণ বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে বিদ্যুৎ বিভাগের ওপর বাড়তি চাপ পড়ছে।
এসময় তিনি গ্রাহকদের সম্মান জানিয়ে অনুরোধ করে বলেন, আপনারা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। প্রয়োজনে বিলের কিস্তি সুবিধা নিতে পারেন।’
এর আগে এক বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সরকারি-বেসরকারি দফতরের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ক্ষুব্ধ হয়ে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করে।
গত মঙ্গলবারের ওই কমিটির বৈঠকে সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় উষ্মা প্রকাশ করে বলেন, কেন এসব দফতর দিনের পর দিন বিদ্যুৎ বিল পরিশোধ করছে না, সেই বিষয়ে তাদের এনার্জি অডিট করার রিপোর্ট উপস্থাপনের নির্দেশ দিয়েছে কমিটি।
সম্প্রতি সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর বিদ্যুৎ বিল।