বঙ্গবন্ধুর হত্যা নিয়ে কটূক্তি করার অভিযোগে মামলায় ফুয়াদ জামানকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ফুয়াদ জামান বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি কর্নেল রশিদের মেয়ে শেহনাজ রশিদ খানের জামাতা।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই রায় ঘোষণা করেন।
সাত বছরের কারাদণ্ড ছাড়াও ফুয়াদ জামানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ২০১৮ সালের ১৫ আগস্ট ফুয়াদ ফেসবুকে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে কটূক্তি করেন। সেই সঙ্গে আদালতের রায়ে প্রমাণিত হত্যাকারীদের প্রকাশ্যে সমর্থন জানান। ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর ফুয়াদ জামানকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিচার চলাকালে বিভিন্ন সময়ে ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ করে আদালত এ রায় ঘোষণা করেন।