ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

বিদ্যুৎ বিভ্রাট, অনলাইন ব্যাংকিং সেবা বিঘ্নিত

মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২ , ০৭:৪১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ বিপর্যয়ের কারণে দেখা দিয়েছে ইন্টারনেট সমস্যা। ফলে অনলাইন ব্যাংকিং সেবা বিঘ্নিত হচ্ছে। এটিএম বুথ থেকে টাকা তোলা যাচ্ছে না। কোনো কোনো বুথে ঢুকতেই দিচ্ছেন না কর্তব্যরত গার্ডরা।

বিজ্ঞাপন

বিদ্যুৎ না থাকায় মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৪৫ মিনিটের পর থেকেই রাজধানীর এটিএম বুথগুলোর লেনদেন বন্ধ হয়ে যায়। এরপর থেকেই গ্রাহকরা ভোগান্তিতে রয়েছে।

গ্রাহকরা বলছেন, সিকিউরিটি গার্ডরা বুথের ভেতরে ঢুকতে দিচ্ছে না। বিদ্যুৎ এলে টাকা উঠানো যাবে বলে জানিয়ে পরে আসতে বলছেন। বিদ্যুৎ না এলে টাকা উত্তলোন করা সম্ভব না বলে সাফ জানিয়ে দিচ্ছেন কর্তব্যরত গার্ডরা। 

বিজ্ঞাপন

রাজধানীর কোনো কোনো ব্যাংকের বুথে দেখা গেছে সার্ভার নেই। বিদ্যুৎ না থাকায় চুরি-ছিনতাই হতে পারে, এই ভয়েও কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |