ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

বিমানবন্দরের ডাস্টবিনে মিলল সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ 

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ অক্টোবর ২০২২ , ০১:২৪ পিএম


loading/img

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে ৩ কোটি  ৫০ লাখ টাকা মূল্যের ৩.৪৮০ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে ঢাকা কাস্টমস হাউস এ স্বর্ণ উদ্ধার করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের পাশের ডাস্টবিন থেকে স্কচটেপ মোড়ানো অবস্থায় একটি বস্তু পাওয়া যায়।

বিজ্ঞাপন

পরে তা উদ্ধার করে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে দণ্ড আকারের বস্তু খুলে ৩০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৩.৪৮০ কেজি এবং বাজারমূল্য প্রায় ৩ কোটি  ৫০ লাখ টাকা বলে সূত্র জানিয়েছে।
উদ্ধার হওয়া এই স্বর্ণবারের বিষয়ে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |