র্যাব অধিনায়ক মোজ্জাম্মেল হক বলেছেন, মারপিটের প্রতিশোধ নিতে জুনিয়র গ্রুপের হামলার শিকার হয়েছেন রাকিব।
শুক্রবার (৭ অক্টোবর) সকালে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন ।
মোজ্জাম্মেল হক বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) রাজধানীর পল্লবী এলাকার এসএসসি পরীক্ষার্থী রাকিবের ওপর হামলায় জড়িত কিশোর গ্যাং লিডার রমজান ও আল আমিনসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী, মিরপুর, আশুলিয়াসহ যশোর ও ঝালকাঠিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত অন্য আসামিরা হলেন, ইসমাইল হোসেন ওরফে পপকন (১৮), বিজয় (১৭) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে সাইমন (১৭)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর পল্লবী এলাকায় কিশোর গ্যাংয়ের সিনিয়র গ্রুপের সদস্য ভিকটিম রাকিব। আসামিরা জুনিয়র গ্রুপের সদস্য। সম্প্রতি সম্মান না দেওয়ায় সিনিয়র গ্রুপের সদস্যরা জুনিয়র গ্রুপের সদস্যদের মারপিট করে। এতে ক্ষুব্ধ হয়ে জুনিয়র গ্রুপের সদস্যরা সিনিয়র গ্রুপের সদস্য রাকিবের ওপর হামলা চালায়। গুরুতর আহত রাকিব এখন হাসপাতালে চিকিৎসাধীন।
র্যাব অধিনায়ক আরও বলেন, ভিকটিমের বাবা আব্দুল্লাহ গত ২৪ সেপ্টম্বর পল্লবী থানায় রমজান, আল আমিন, বিজয়, ছোট রমজান, পপকন এবং হাসিবহ আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামালা করেন।
তিনি বলেন, মামলার পর ছায়াতদন্ত শুরু করে র্যাব-৪ এর সদস্যরা। পরে হামলার সঙ্গে জড়িত থাকায় ৫ জনকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা রাকিবকে মারধর এবং ছুরিকাঘাতের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।