ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ইডেনের সেই ৭ ছাত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

আরটিভি নিউজ

বুধবার, ১২ অক্টোবর ২০২২ , ০৬:৪৩ পিএম


loading/img

ইডেন মহিলা কলেজের সেই ৭ ছাত্রীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাদের আগামী ছয় সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এ মাসের শুরুতে ইডেন কলেজের ক্যাম্পাসে কলেজ ছাত্রলীগের সভাপতি রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়ার সমর্থকদের সঙ্গে সহ-সভাপতিদের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

বুধবার (১২ অক্টোবর) হাইকোর্টে তারা হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মেজবা উদ্দিন শরীফ, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম।

বিজ্ঞাপন

ওই সাতজন হলেন, রুপা দত্ত, শেখ সানজিদা, শারমিন আক্তার, মারিয়া, মনিকা তালুকদার, তানজিলা আক্তার ও মায়েদা বেগম মায়া।

আইনজীবী মেজবা উদ্দিন শরীফ জানান, ইডেন কলেজে দুই পক্ষের মারামারির ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর লালবাগ থানায় দায়ের করা মামলায় সাতজনের পক্ষে আগাম জামিন চেয়ে আবেদন করি আমরা। আদালত শুনানি নিয়ে আগামী ছয় সপ্তাহের মধ্যে বিচারিক আদালত আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। এ সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন আদালত।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |