ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

দুর্নীতির মামলায় বজলুর রশীদের ৫ বছরের কারাদণ্ড

আরটিভি নিউজ

রোববার, ২৩ অক্টোবর ২০২২ , ১১:৫৭ এএম


loading/img
কারাদণ্ডপ্রাপ্ত বজলুর রশীদ

দুর্নীতির মামলায় কারা কর্তৃপক্ষ থেকে বরখাস্ত হওয়া পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) বজলুর রশিদকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বিজ্ঞাপন

রোববার (২৩ অক্টোবর) ঢাকা বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

পাঁজ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে রাষ্ট্রের অনুকূলে তিন কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকা বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এ কারাদণ্ড দেওয়া হয় বলে জানিয়েছেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।

উল্লেখ্য, ২০১৯ সালের ২০ অক্টোবর জিজ্ঞাসাবাদের পর ডিআইজিকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই দুদক বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। পরের বছরের ২৬ আগস্ট বজলুর রশীদের বিরুদ্ধে ৩ কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদের অভিযোগ এনে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। ওই বছরেরই ২২ অক্টোবর আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে চলতি বছরের ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |