ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

চিনি সংকটের সমাধান নিয়ে যা বললেন ভোক্তা অধিকারের ডিজি

আরটিভি নিউজ

রোববার, ২৩ অক্টোবর ২০২২ , ০৪:৪১ পিএম


loading/img

প্রতিদিন চাহিদার পাঁচ হাজার মেট্রিক টন চিনি রিফাইন করা সম্ভব হলে এই সমস্যা আর থাকবে না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সাইফুজ্জামান। 

বিজ্ঞাপন

রোববার (২৩ অক্টোবর) কারওয়ানবাজার কিচেন মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এ এইচ এম সাইফুজ্জামান বলেন, আমাদের পর্যাপ্ত ‘র সুগার’ আছে। কিন্তু গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে রিফাইন করতে কিছুটা সমস্যা হচ্ছে। প্রতিদিন পাঁচ হাজার মেট্রিক টন চিনির চাহিদা আছে। এটি যদি আমরা রিফাইন করে উৎপাদন করতে পারি, তাহলে আর এই সমস্যা থাকবে না।

বিজ্ঞাপন

চাহিদার বেশির ভাগ চিনি আমদানি করা হয় জানিয়ে তিনি বলেন, বছরে চিনির চাহিদা মোট ১৮ লাখ মেট্রিক টন। চাহিদা অনুযায়ী ‘র সুগার’ আমাদের আছে। সেটা রিফাইন করে বাজারে ছাড়লে ঘাটতি থাকার কথা নয়। 

ভোক্তা অধিকারের ডিজি বলেন, চিনি থাকার পরও অনেক ব্যবসায়ী বলছে চিনি নেই। অথচ, গোডাউনে থরে থরে চিনি সাজানো আছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও বলেন, চিনি নিয়ে কোথায়, কারা সমস্যা সৃষ্টি করছে—এ বিষয়ে প্রতিবেদন তৈরি করছি, সোমবার এটা সরকারের কাছে উপস্থাপন করব। ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী চিনি তাদের কাছে ট্রাকে করে পৌঁছে দেওয়া হবে। এরপরেও কারসাজি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন কারওয়ান বাজার ব্যবসায়ীদের সংগঠন ইসলামিয়া শান্তি সমিতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন, জাতীয় ভোক্তা অধিকারের পরিচালক মনজুর মোহম্মাদ শাহরিয়ার, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি কাজী আব্দুল হান্নান প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |