ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

কৃত্রিম হাতের মাধ্যমে ইয়াবা বহন করতেন পঙ্গু রানা

আরটিভি নিউজ

বুধবার, ২৬ অক্টোবর ২০২২ , ০১:৪৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বিদ্যুৎস্পৃষ্টে বাম হাত হারানো রানা হাওলাদার (২৬) পেশায় একজন অটোরিকশাচালক। তবে এ পেশার আড়ালে ৭ থেকে ৮ বছর ধরে রাজধানীতে চালিয়ে এসেছেন ইয়াবা কারবার। কারণ, তার প্লাস্টিকের কৃত্রিম হাতের ফাঁকা অংশে বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবা বিক্রি করতেন তিনি। 

বিজ্ঞাপন

বুধবার (২৬ অক্টোবর) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার পশ্চিম রামপুরা থেকে রানাকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানার একটি টিম। ওই সময় তার বাম হাতের কনুইয়ের নিচের অংশে লাগানো প্লাস্টিকের কৃত্রিম হাতের ফাঁকা জায়গায় লুকিয়ে রাখা ১৫৫ পিস ইয়াবা জব্দ করা হয়। 

বিজ্ঞাপন

আজিমুল হক বলেন, অনেক আগে বিদ্যুৎস্পৃষ্টে আহত হওয়ায় পর চিকিৎসক রানার বাম হাতের কনুইয়ের নিচের অংশ কেটে ফেলেন। হাত না থাকায় তাকে কেউ সন্দেহ করত না এবং সে সবার সহানুভূতি পেত।

পুলিশ কর্মকর্তা জানান, রানা প্রথম স্ত্রীকে তালাক দিয়ে সাত দিন আগে দ্বিতীয় বিয়ে করেন। মঙ্গলবার রামপুরা এলাকায় নতুন স্ত্রীকে বেড়াতে আসেন। এরপর স্ত্রীকে বসিয়ে রেখে ইয়াবা ডেলিভারি করতে গিয়ে গ্রেপ্তার হয় রানা। 

তার বিরুদ্ধে শরিয়তপুরের সখিপুর থানায় দুটি মাদক মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |