ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ডেসটিনির বাজেয়াপ্ত সম্পত্তি বণ্টনে বাধা নেই

আরটিভি নিউজ

বুধবার, ২৬ অক্টোবর ২০২২ , ০৭:১৭ পিএম


loading/img
ফাইল ছবি

ডেসটিনির বাজেয়াপ্ত সম্পত্তি বণ্টনে বিচারিক আদালতের গঠিত ছয় সদস্যের কমিটি বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে কমিটির কার্যক্রমে আর কোনো বাধা থাকছে না।

বিজ্ঞাপন

বুধবার (২৬ অক্টোবর) আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এই আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্যে আগামী ১৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। 

বিজ্ঞাপন

তিনি জানান, এই রায়ের ফলে ডেসটিনির সম্পত্তি বিনিয়োগকারীদের মধ্যে বণ্টনে গঠিত ছয় সদস্যের কমিটি কাজ করতে পারবে।

এদিন আদালতে ডেসটিনির পক্ষে শুনানিতে ছিলেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।

এর আগে, গত ১২ মার্চ গ্রাহকের ৪ হাজার ১১৯ কোটি টাকা পাচারের অভিযোগে ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনসহ ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় বিচারিক (নিম্ন) আদালত। একই সঙ্গে ডেসটিনির বাজেয়াপ্ত করা সম্পত্তি বিনিয়োগকারীদের মধ্যে বণ্টনে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এর বিরুদ্ধে ডেসটিনি গ্রুপের পক্ষ থেকে আপিল আবেদন করা হয়। পরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিচারিক (নিম্ন) আদালতের রায় স্থগিত করেন। তবে এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে দুদক। দুদকের আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারিক আদালতের রায় বহাল রাখলেন আপিল বিভাগ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |