ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সালাম মুর্শেদীর বিরুদ্ধে ব্যারিস্টার সুমনের রিট

আরটিভি নিউজ

রোববার, ৩০ অক্টোবর ২০২২ , ১২:১২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হয়েছে। সরকারি সম্পত্তি নিজের নামে করে বাড়ি নির্মাণ করার অভিযোগে এ রিট করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৩০ অক্টোবর) সকালে আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ রিট দায়ের করেছেন।

এ রিটে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিবাদী করা হয়েছে। এর আগে, বিচারপতি খিজির হায়াত ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চ থেকে এ রিট আবেদনের অনুমতি নেওয়া হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে ব্যারিস্টার সুমন গণমাধ্যমে বলেন, সালাম মুর্শেদীর গুলশানের বাড়িটি পরিত্যক্ত হিসেবে তালিকাভুক্ত। তিনি ওই বাড়িতে বসবাস করছেন। বিষয়টি নিয়ে ২০১৫ ও ১৬ সালে গণপূর্ত মন্ত্রণালয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউজক) চেয়ারম্যানের কাছে জানতে চেয়েছেন। কিন্তু কোনো জবাব দেওয়া হয়নি। চলতি বছরের ৪ জুলাই গণপূর্ত মন্ত্রণালয় আবারও ওই জমির নামজারি ও দলিলের বিষয়ে জানতে চেয়ে রাজউকে চিঠি দেয়। এখনও এর জবাব মেলেনি।

তিনি বলেন, আবদুস সালাম মুর্শেদী ওই বাড়ি দখল করে রয়েছেন। বিষয়টি অনুসন্ধান করে আবদুস সালাম মুর্শেদী এবং রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিট করেছেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |