ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

দুরন্তের মৃতদেহ উদ্ধারের পর এবার বোনের মামলা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ , ০৫:২৮ এএম


loading/img
ছবি : সংগৃহীত

নিখোঁজ হওয়ার পাঁচদিন পর বুড়িগঙ্গা নদী থেকে আওয়ামী লীগ নেতা দুরন্ত বিপ্লবের (৫১) মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বোন শ্বাশতী বিপ্লব বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। সোমবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান।

বিজ্ঞাপন

তিনি বলেন, নিহত হওয়ার ঘটনায় দুরন্ত বিপ্লবের বোন শ্বাশতী বিপ্লব বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা কাজ করছে বলে জানান তিনি।

নিহতের বোন শ্বাশতী বিপ্লব জানান, আমাদের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা থানার ইলাশপুর গ্রামে। আমাদের ধারণা বিচ্ছিন্ন ঘটনায় অজ্ঞাত ব্যক্তিরা আমার ভাইকে হত্যা করে মৃতদেহ গুম করার উদ্দেশে কেরানীগঞ্জের উত্তর পানগাঁও পুরাতন কবরস্থান সংলগ্ন বুড়িগঙ্গা নদীর পাড়ে ফেলে রেখে গেছে। তার শরীরে এবং মাথার পেছনে আঘাতের চিহ্ন ছিল। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, কেন হত্যা করেছে তা জানি না।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর রতনের খামার এলাকা থেকে তার খোলামোড়ার বঙ্গবন্ধু রোডের ভাড়া বাসার উদ্দেশে রওনা দিয়ে আর বাড়ি ফিরেনি দুরন্ত। পরদিন অর্থাৎ ৮ নভেম্বর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ৯ নভেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরি করেন নিহতের বোন শ্বাশতী বিপ্লব। সর্বশেষ নিখোঁজ হওয়ার দিন (৭ নভেম্বর) বিকেল ৬টা ১৭ মিনিটে তার ব্যবহৃত মোবাইল নাম্বার (০১৭৩৩৭১৭৬৭৯) টি সচল ছিল। ধারণা করা হচ্ছে ৭ নভেম্বর রাত থেকে ১২ নভেম্বর রাত পর্যন্ত কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |