ঘুষ কেলেঙ্কারির মামলায় দণ্ডপ্রাপ্ত দুদকের সাবেক পরিচালক খন্দকার এনামুল বাছিরকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. রইস উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে সাজা থেকে খালাস চেয়ে করা আপিল শুনানির জন্য নথিপত্র প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে এনামুল বাছিরের আইনজীবী ফারুখ আলমগীর চৌধুরী বলেন, আজকের জামিনাদেশের ফলে তার কারামুক্তিতে বাধা নেই।
এর আগে, গত ২৩ আগস্ট হাইকোর্টের আরেকটি বেঞ্চ এনামুল বাছিরকে জামিন দিলেও পরে সেটি বাতিল করে দেন। এরপর ফের জামিন চেয়ে আবেদন করেন এনামুল বাছির।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৬ জুলাই ঘুষ কেলেঙ্কারির অভিযোগে পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমান ও দুদক পরিচালক এনামুল বাছিরের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে ওই বছরের ২২ জুলাই রাজধানীর মিরপুর থেকে এনামুল বাছিরকে গ্রেপ্তার করা হয়।
চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি এনামুল বাছিরকে ৮ বছর ও মিজানুর রহমানকে ৩ বছর কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে জামিন আবেদন করেন এনামুল বাছির।