ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না সাংবাদিক খালিদী

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২ , ১২:২৮ পিএম


loading/img
বিডিনিউজ টুয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী

আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। একই সঙ্গে তার জামিন বহাল রেখেছে হাইকোর্ট।

বিজ্ঞাপন

এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

বিভিন্ন ব্যাংকে জমা রাখা টাকার বৈধ উৎস না থাকার অভিযোগে ২০২০ সালের ৩০ জুলাই ইমরোজ খালিদীর বিরুদ্ধে মামলা করে দুদক। তারা বলছে, ভুয়া কাগজপত্র তৈরি করে অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে ইমরোজ খালিদী ওই টাকা অর্জন করেছেন।

বিজ্ঞাপন

যদিও ইমরোজ খালিদী বারবার বলে আসছেন, তাকে ‘হেয় প্রতিপন্ন’ করার জন্য এই ‘সাজানো’ মামলা’ করানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |