ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

নর্থ সাউথের সাবেক ট্রাস্টি শাহজাহানের জামিন স্থগিত

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ , ০৫:২১ পিএম


loading/img
ফাইল ছবি

অর্থ আত্মসাতের মামলায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রাস্টি শাহজাহানের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ৯ জানুয়ারি পর্যন্ত তার জামিন স্থগিত করেন।

এ সময়ের মধ্যে দুদককে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল ১৪ ডিসেম্বর দুই শর্তে শাহজাহানকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট।

উল্লেখ্য, গত ১২ মে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

বিজ্ঞাপন

তারা হলেন তৎকালীন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান, শাহজাহান এবং আশালয় হাউজিং ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |