ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

অনেক দেশের তুলনায় বাংলাদেশে বিদ্যুতের দাম কম

আরটিভি নিউজ

বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ , ১০:২৩ পিএম


loading/img
ফাইল ছবি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেয়। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশে বিদ্যুতের দাম বহুগুণে বেড়ে যায়। বিশেষ করে, ইউরোপের দেশগুলোকে বেশি সমস্যায় পড়তে হয়। কারণ, ইউরোপের জ্বালানির বড় অংশই আসত ইউক্রেন ও রাশিয়া থেকে। যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ না হওয়া, উৎপাদন বাধাগ্রস্ত এবং নিষেধাজ্ঞার কারণে রাশিয়া জ্বালানি সরবরাহ করতে না পারায় তেল, গ্যাসসহ সব ধরনের জ্বালানির দাম বেড়ে যায়।

বিজ্ঞাপন

 এ অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ বিদ্যুৎ উৎপাদনে কাটছাঁট করতে বাধ্য হয়। চাহিদা অনুযায়ী বিদ্যুতের সরবরাহ কমিয়ে দেওয়ার পাশাপাশি অনেক দেশ জ্বালানি সংকটে বিদ্যুতের দাম বাড়িয়ে দেয়। 

গত বছরের আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে, জ্বালানি সংকটে জার্মানি, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, ডেনমার্ক, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ব্রিটেনসহ ইউরোপের অনেক দেশে বিদ্যুতের দাম কয়েকগুণ বেড়ে যায়।

বিজ্ঞাপন

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের আগস্টে ব্রিটেনে এক মেগাওয়াট পাইকারি বিদ্যুতের দাম এক বছরের মধ্যে পাঁচগুণ বেড়ে ৫৯০ মার্কিন ডলার ছুঁয়েছে। একই অবস্থা ইউরোপের প্রায় প্রতিটি দেশেরই। এতে গ্রাহক পর্যায়ে বেড়ে যায় বিদ্যুতের দাম।

শুধু তাই নয়, ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে গড়ে প্রতি কিলোওয়াট/ঘণ্টা বিদ্যুতের দাম ১৪ সেন্ট অর্থাৎ ১৪ টাকার বেশি। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বিদ্যুতের দাম ডেনমার্কে ৪৬ সেন্ট অর্থাৎ প্রতি ইউনিট ৪৬ টাকার বেশি। সে হিসেবে সম্প্রতি বাংলাদেশে বিদ্যুতের দাম বাড়ানোর পর গড় মূল্য দাঁড়িয়েছে ৭ টাকা ৪৮ পয়সা। অর্থাৎ বিশ্বের উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশে বিদ্যুতের দাম অনেক কম।

এদিকে গত ১২ জানুয়ারি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য মাত্র ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ সরকার।

বিজ্ঞাপন

এতে বলা হয়, আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে শূন্য থেকে ৫০ ইউনিট ব্যবহারকারী লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের দাম ইউনিট প্রতি ৩ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ৯৪ পয়সা, ৭৫ ইউনিট ব্যবহারকারীদের ৪ টাকা ১৯ পয়সা থেকে ৪ টাকা ৪০ পয়সা, ৭৬ থেকে ২০০ ইউনিট ব্যবহারকারীদের ৫ টাকা ৭২ পয়সা থেকে ৬ টাকা ১ পয়সা, ২০১ থেকে ৩০০ ইউনিট ব্যবহারকারীদের ৬ টাকা থেকে ৬ টাকা ৩০ পয়সা, ৩০১ থেকে ৪০০ ইউনিট গ্রাহকের ৬ টাকা ৩৪ পয়সা থেকে বেড়ে ৬ টাকা ৬৬ পয়সা, ৪০১ থেকে ৬০০ ইউনিটের জন্য ৯ টাকা ৯৪ পয়সা থেকে ১০ টাকা ৪৫ পয়সা এবং ৬০০ ইউনিটের বেশি ব্যবহারকারী গ্রাহকদের প্রতি ইউনিট ১১ টাকা ৪৯ পয়সা থেকে বেড়ে ১২ টাকা ৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির দাম বৃদ্ধির কারণে বিশ্বের অধিকাংশ দেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। কন্টিনেন্টাল ইউরোপে, আমেরিকায় এবং ইউকেতে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সেখানে বিদ্যুতের রেশনিং করা হচ্ছে। বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। সে হিসেবে বাংলাদেশে এখনো উন্নত দেশের চেয়ে বিদ্যুতের দাম কম।

তথ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎখাতে সরকার হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। জনগণের যাতে অসুবিধা না হয়, সে জন্য সুলভমূল্যে বিদ্যুৎ সরবরাহ করার জন্যই এই ভর্তুকি। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |