ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বাসচালকের ছদ্মবেশে জাহাঙ্গীরের আইসের কারবার

আরটিভি নিউজ

বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ , ০৫:৪৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সেন্টমার্টিন পরিবহনের বাস চালক জাহাঙ্গীর। মূলত বাস চালকের ছদ্মবেশে টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা ও আইস এনে ঢাকায় বিক্রি করতেন তিনি। ২০১৫ সাল থেকে তিনি ইয়াবা কারবারে জড়িত। প্রথমে অন্যের হয়ে মাদক ডেলিভারির কাজ করলেও একপর্যায়ে নিজেই একটি সংঘবদ্ধ চক্র গড়ে তোলেন। এর আগে চারবার গ্রেপ্তার হয়েছিলেন জাহাঙ্গীর। কিন্তু জামিনে বেরিয়ে পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়েন তিনি।

বিজ্ঞাপন

রাজধানীর সায়দাবাদ থেকে আইসের বড় চালানসহ মো. জাহাঙ্গীর আলম ও তার সহযোগী মেহেদি হাসানকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা গোয়েন্দা ইউনিট। গ্রেপ্তার জাহাঙ্গীর হবিগঞ্জের মাধবপুরের মৃত আলী আশরাফের ছেলে। আর মেহেদি হাসান বাগেরহাট সদরের মৃত আলতাফ শেখের ছেলে।

 বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে গেন্ডারিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দক্ষিণ কার্যালয়ে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 
এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আল আমিন বলেন, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের সহকারী পরিচালক (গোয়েন্দা) মুহাম্মদ রিফাত হোসেনের নেতৃত্বে যাত্রাবাড়ী থানার উত্তর সায়দাবাদের আলকারিম হাসপাতালের সামনে অভিযান চালিয়ে জাহাঙ্গীর ও তার সহযোগী মো. মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। তাদের দেহ তল্লাশি করে এক কেজি ৭০০ গ্রাম আইস জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য কেজি প্রতি ৫০ থেকে ৬০ লাখ টাকা।

বিজ্ঞাপন

তিনি বলেন, টেকনাফ সিন্ডিকেটের মাধ্যমে আইসের চালান রাজধানীতে নিয়মিত আনতেন জাহাঙ্গীর। তিনি আইস কারবারের মূলহোতাও। পাশাপাশি তিনি সেন্টমার্টিন পরিবহনের বাস চালকও। মূলত বাস চালানোর আড়ালে তিনি এসব মাদক কক্সবাজার টেকনাফ হয়ে ঢাকায় নিয়ে আসতেন। তিনি ২০১৫ সাল থেকে ইয়াবা ও ২০২০ সাল থেকে আইস পাচারের সঙ্গে জড়িত। আগে টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা-আইস ঢাকায় পৌঁছে দেওয়ার কাজ করতেন। পরে নিজেই টেকনাফ থেকে ইয়াবা আইস ঢাকা এনে বিক্রির জন্য একটি সংঘবদ্ধ চক্র গড়ে তোলেন। ইয়াবা থেকে আইসের বাজার মূল্য বেশি হওয়ায় আইস পাচার ও বিক্রির জন্য আলাদা সিন্ডিকেট গড়ে তোলেন জাহাঙ্গীর। মেহেদী হাসানের মাধ্যমে তিনি সরাসরি মাদক সেবনকারীদের কাছে আইস পৌঁছে দিতেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |