ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

অভিনেত্রী শিমু হত্যা মামলা, ২ সাক্ষীকে দিতে হবে যাতায়াত খরচ

আরটিভি নিউজ

বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:২৬ এএম


loading/img
ফাইল ছবি

চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় সাক্ষ্য দিতে আসা দুই গৃহকর্মীকে যাতায়াত খরচ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। পরের বার সাক্ষ্য দিতে আসার সময় তাদেরকে যাতায়াত খরচ বাবদ এক হাজার টাকা করে দিতে হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিকুল ইসলাম এ আদেশ দেন।

মামলাটিতে সাক্ষ্য দিতে এদিন শিমুর স্বামীর বাসার দুই গৃহকর্মী শান্তা বেগম ও আমেনা বেগম আদালতে আসেন। মামলায় রাষ্ট্র নিযুক্ত দুই আইনজীবী সাক্ষীদের জেরা করতে চান। আসামিপক্ষ এতে আপত্তি জানায়। তারা নতুন আইনজীবী নিয়োগ দেওয়ার জন্য আদালতের কাছে সময় প্রার্থনা করেন।

বিজ্ঞাপন

এ সময় আইনজীবীদের মৌখিক আবেদনের প্রেক্ষিতে নতুন কোনো সাক্ষীর সাক্ষ্য না নিয়ে ১৫ ফেব্রুয়ারি দুই গৃহকর্মীকে জেরার জন্য দিন ধার্য করেন আদালত। সেই সঙ্গে ওই দুই গৃহকর্মীকে যাতায়াত খরচ বাবদ আসামিপক্ষকে দুই হাজার টাকা দেওয়ার নির্দেশ দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ার সরদার বলেন, আসামিপক্ষ আদালতের এ আদেশে সম্মত হয়েছে। আদালতে শিমুর মেয়ে অজিহা আলিম রিদকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী। 

মামলায় আসামিরা হলেন, শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল ও এস এম ফরহাদ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছর ২৯ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটিতে দুই জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |